আয়োজক কমিটির সভা আজ, আলোচনায় বুয়েটের ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের   © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিবার (৯ মে) বৈঠকে বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। দুপুরে বৈঠক শুরু হবে। বৈঠকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এতে লকডাউনে ভর্তি পরীক্ষা নিয়ে করণীয় নানা বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে পূর্বের ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন না করার পক্ষে পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য মত দিয়েছেন। লকডাউনের কারণে পরীক্ষা সংক্রান্ত আনুষাঙ্গিক কাজ করতে না পারা, লকডাউন বাড়ার সম্ভাবনা দেখা দেয়াসহ আরও বেশকিছু কারণে পরীক্ষা পেছাতে চায় বুয়েট।

এ অবস্থায় করণীয় ঠিক করতেই আজ বৈঠকে বসবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। বৈঠকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হলেও পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আর একাডেমিক কাউন্সিলের বৈঠক হবে লকডাউন শেষ হওয়ার পর। এছাড়া ঈদের পর বিশ্ববিদ্যালয়ের পরিষদের বৈঠকে সবার সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

জানতে চাইলে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আগামী ৩১ মে, ১ জুন ও ১০ জুন এই তিনদিন পরীক্ষা আয়োজনের টার্গেট নিয়েই প্রস্তুতি নিচ্ছি। রোববার আমাদের একটি বৈঠক আছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন রয়েছে। এরপর যদি সরকার আবার লকডাইনের মেয়াদ বৃদ্ধি করে তখন অবশ্যই আমাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। কেননা লকডাউনের সময়সীমা বাড়ালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে আসতে পারবে না। আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ রয়েছে। তাই সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হলেও বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আমাদের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে মত দিয়েছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। শনিবার (৮ মে) দুপুরে ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে আমাদের পূর্ব ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করা কঠিন। পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ থাকে, লকডাউন থাকায় সেগুলো করা সম্ভব হয়নি। এই অবস্থায় আমি ব্যাক্তিগতভাবে মনে করি পরীক্ষা পেছানো উচিত।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে বুয়েটের ভর্তি আবেদন শুরু হয়েছে। গত ২৪ এপ্রিল আবেদনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বুয়েট। এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার হবে। আর চূড়ান্ত পরীক্ষা ১০ জুন নিতে চেয়েছে বুয়েট।


সর্বশেষ সংবাদ