এক টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

এক টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্বোধন
এক টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্বোধন  © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে অসহায় ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের জন্য এক টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্থানীয় তিন শিক্ষার্থী। শুক্রবার বিকেলে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এক টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্যোক্তা মো. সুজন সরদার নিশাত বলেন, মহামারী করোনকালীন সময়ে এলাকার অস্বচ্ছল পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থীদের পক্ষে দূরে গিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করা সম্ভব নয়।

পড়ুন: কোচিং না করেও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব!

সুজন বলেন, তাদের কথা চিন্তা করে তারা তিন বন্ধু প্রতীকি ‘এক টাকার’ বিনিময়ে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোচিং করানোর উদ্যোগ নিয়েছেন। প্রথম দিন বিভিন্ন এলাকার ৩০ জন শিক্ষার্থী এক টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয়।

তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কোচিং কার্যক্রমের পরিচালক মো. সুজন সরদার নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর রব।


সর্বশেষ সংবাদ