৩ ডিসেম্বর ডুয়েট ভর্তি পরীক্ষা
- ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৪:৫৪ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:৫২ PM
আগামী ৩ ডিসেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন তিন শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
তিন শিফটে এ ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর সকালে (৯টা-১১টা) সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুপুরে (১২টা-২টা) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগ এবং বিকালে (৩টা-৫টা) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও মেটিরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
জানা যায়, ডুয়েট বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষায় শিক্ষা গ্রহণের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। ডুয়েটে তিনটি অনুষদে মোট ৯টি বিভাগ রয়েছে। প্রতি বছর ডুয়েটে ৬৬০ জন উচ্চশিক্ষার সুযোগ পায়। এরমধ্যে মেটিরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি ৩০টি আসন সংখ্যা নিয়ে এ বছর চালু করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১৯৫০ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১ হাজার ৭৫০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১ হাজার ৫৪৬ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১ হাজার ১৭৯ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ৩৮৭ জন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১ হাজার ৩০ জন, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ৩৭১ জন, মেটিরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১ হাজার ১২১ জন ও আর্কিটেকচার বিভাগে ৩০টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ৩১২ জন।