বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ সেপ্টেম্বর
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৮:০৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০৮:০৯ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। ৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে ১৫ অক্টোবর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা ১, ২ এবং ৮, ৯ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
এবারে ০৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,০৭০জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর; ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর; এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড এন্ড এগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং; বি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা; সি ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান; ডি ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি, বাংলা, ইতিহাস; ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান; এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; জি ইউনিটের অধীনে বিভাগ হলো আইন; এইচ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি, ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স, লাইভস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন; আই ইউনিটের অধীনে বিভাগ হলো আর্কিটেকচার ।
উল্লেখ্য, এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।