মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ?
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ রোববার (১০ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ভরযোগ্য একটি সূত্র রোববার সকালে জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে আজ সভা রয়েছে। সভার সিদ্ধান্ত দুপুরের দিকে জানানো হতে পারে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। তবে বিডিএস ২৮ ফেব্রুয়ারি হবে কিনা, তা সভা শেষে বলা যাবে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ কয়েকটি কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন: কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শুরু, যে কারণে বাতিল হতে পারে আসন
আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।