২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ কি থাকছে, যা জানা যাচ্ছে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ফলে ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে কিনা, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। তবে গুচ্ছের বিষয়ে এখনও কোনও সভায় বসেনি কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আরও একটি বিষয় মনোনয়ন দেওয়া হবে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হবে ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর। এরপর ২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন আরেকটি মনোনয়ন দিয়ে পূরণ করা হবে। এর মাধ্যমে শেষ হবে গুচ্ছের এ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া।

এরপর উপাচার্যরা বসে পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কিনা, সে বিষয়ে পরিষ্কার করে কেউ কিছু বলেননি।

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ শনিবার (২ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছের ভর্তি প্রক্রিয়া এখনও চলমান আছে। আরেক ধাপে ভর্তি নেওয়া হবে। এরপর হয়তো সবাই মিলে বসে পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে। নভেম্বরে ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ