ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ চেয়ে ফের আন্দোলনে ভর্তিচ্ছুরা 

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে দীর্ঘদিন আন্দোলন চলছে
ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে দীর্ঘদিন আন্দোলন চলছে  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ফের চালু রাখার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করবেন তারা। এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ৯৩ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু ছিল। তবে কয়েক বছর ধরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ জন্য তারা আন্দোলনে নামছেন। আজ বিক্ষোভ মিছিল করতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে জমা হবেন এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা। এরপর উপাচার্যকে স্মারকলিপি দেবেন। 

দুপুরে সংবাদ সম্মেলন করবেন জানিয়ে আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফুল হক শোভন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমরা শুধু আমাদের দাবিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে আসব।

আরো পড়ুন: ঢাবি অধিভুক্ত কলেজে ভর্তির টাকা জমা ও মাইগ্রেশন বন্ধের সময় শেষ আজ

জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় বসার সুযোগ বন্ধ রয়েছে। এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখনও আন্দোলন করেছিল। এছাড়া এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক আদালতে রিটও করেছিলেন। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনঢ় ছিল। 

এরপর বিশ্ববিদ্যালয়ের এ ভর্তি প্রক্রিয়ায় প্রতিবারই এ বিষয়টি বেশ আলোচিত হয়ে থাকে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনেও নামেন। তারই ধারাবাহিতকায় এবারও ভর্তিচ্ছুরা সেকেন্ড টাইমের সুযোগ দাবি করছেন।


সর্বশেষ সংবাদ