০৪ জুন ২০২৪, ০৯:৪৪

ঢাবিতে ভর্তি: বিষয় বরাদ্দ পেলেন কোটায় ভর্তিচ্ছুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য কোটায় বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (৩ জুন) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বরাদ্দকৃত বিষয় দেখতে পাচ্ছেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ জুন) সকালে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মুক্তিযোদ্ধাসহ সব ধরনের কোটার বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস শুরু হবে।

আরো পড়ুন: একক ভর্তি পরীক্ষা: সাব কমিটিতে যুক্ত হলো ঢাবি-রাবির প্রতিনিধি

এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির চতুর্থ ধাপের বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। পরবর্তী একটি ধাপে (৪ জুন) বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে।