এমআইএসটি’র ভর্তি পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি

এমআইএসটি
এমআইএসটি  © লোগো

২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। আগামী ১৭ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৭ জানুয়fরি পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রয়েছে, তবে লিখিত পরীক্ষায় তাদের ৫% নম্বর কাটা যাবে।

আবেদনের যোগ্যতা
২০২০ ও ২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারে গণিত ৯০, পদার্থ ৭০, রসায়ন ৩০ এবং ইংরেজি ১০ মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ