মেডিকেল ভর্তি পরীক্ষার ন্যূনতম জিপিএ ৮ চান ভর্তিচ্ছুরা
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার শর্তে এসএসসি ও এইচএসসির মোট নূন্যতম জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করার দাবি দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গণমাধ্যমে পাঠানো এইচএসসি ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক পত্রে এ দাবি জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, করোনা মহামারীর জন্য এসএসসি ২০২১ সালে পরীক্ষা শুধুমাত্র গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর হয়েছিল। অন্য বিষয়গুলোর নাম্বার সাবজেক্ট ম্যাপিং করে জেএসসি পরীক্ষা থেকে নেয়া হয়েছিল। ফলে অনেকেই এসএসসিতে আনুষ্ঠিত তিনটি পরীক্ষায় গ্রেড (এ+) পেয়েও জিপিএ-৫ পায়নি। অথচ অনেকে শুধু গ্রেড (এ) পেয়েও জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ জেএসসি ফলাফলকেই প্রায় এসএসসি এর ফলাফল হিসেবে ধরে নেয়া হয়েছে।
ফলে জেএসসির ফলাফল খারাপ ছিল বিধায় অনেকেরই এসএসসিতে আশানুরূপ ফলাফল হয়নি দাবি করে তারা বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ হিসাব করা হয়, জেএসসি পরীক্ষার নয়। কিন্তু এসএসসি ২১ ব্যাচ অর্থাৎ এইচএসসি ২৩ ব্যাচের ক্ষেত্রে প্রায় জেএসসি পরীক্ষার ফলাফলকে এসএসসি পরীক্ষার ফলাফল হিসেবে নেয়া হয়েছে।
আরো পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির সভা আজ
এতে অনেকের মেডিকেল ভর্তি পরীক্ষার নূন্যতম যোগ্যতা দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৯ হয় না উল্লেখ করে ভর্তিচ্ছুরা বলছেন, এ শর্ত থাকলে তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তাদের চাওয়া, শুধু এ বছরের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা ৯ এর পরিবর্তে ৮ করা হোক। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।