গুচ্ছের ‘সি’ ইউনিটে নজরুল বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি ৯৬ শতাংশ 

ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর
ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর  © টিডিসি ফটো

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। দেশব্যাপী একযোগে মোট ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। 

শনিবার (২৭ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২৯৪ জন এবং অনুপস্থিত ছিলেন ৫৪ জন। পরীক্ষায় উপস্থিতির হার শতকরা প্রায় ৯৬ শতাংশ। 

আরো পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল হতে পারে সোমবার

বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও বিজ্ঞান ভবনের মোট ২৩টি কক্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শুরু হলে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে শুরু হয়েছে। কেন্দ্র হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কোন উপকেন্দ্র অর্থাৎ ক্যাম্পাসের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা ভর্তি পরীক্ষা নিচ্ছি না। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরাও সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


সর্বশেষ সংবাদ