এবার নেতৃত্বে সিকৃবি
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানতে আরও অপেক্ষা
- সিকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১১:৩৩ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৩, ১১:৩৩ PM
২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। বুধবার (২৬ এপ্রিল) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হওয়া এক সভায় এ সিদ্ধান্ত হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। তবে এই গুচ্ছের ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানতে আরও অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের নেতৃত্ব দেবে। পরবর্তী সভায় কমিটি গঠনের পরেই ভর্তি পরীক্ষার পরবর্তী সকল সিদ্ধান্ত জানা যাবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ভর্তি বিজ্ঞপ্তি কবে হবে তা এখনই বলা যাচ্ছে না। এর পূর্বে বেশ কিছু কাজ রয়েছে। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে একটি সভা রয়েছে, সেখানে একটি কমিটি গঠন করার পর এ সংক্রান্ত পরবর্তী তথ্য নিশ্চিত করে বলা যাবে।
উল্লেখ্য, প্রথমবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), দ্বিতীয়বার ২০২০-২১ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এবং তৃতীয়বার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এই গুচ্ছের নেতৃত্বে দিয়েছিল।
এছাড়াও প্রথম ও দ্বিতীয় গুচ্ছে সাতটি এবং সর্বশেষ তৃতীয় গুচ্ছে আটটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। নতুন করে কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত না হওয়ায় এবারেও আটটি বিশ্ববিদ্যালয় নিয়েই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আটটি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।