মেডিকেল ভর্তিতে যত আবেদন পড়ল

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন 

তিনি জানান, সোমবার রাত ৮টা পর্যন্ত প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। আমরা আশা করছি আবেদন সংখ্যা দেড় লাখ ছাড়াবে। 

মাত্র ৮ ঘণ্টায় বিপুল সংখ্যক আবেদন পড়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, অধিকাংশ শিক্ষার্থী চায় তাদের পরীক্ষার কেন্দ্র ঢাকায় পড়ুক। এ কারণে সবাই দ্রুত আবেদন করেন। সেজন্য এত কম সময়ে এত বেশি আবেদন পড়েছে বলে আমার ধারণা।

এর আগে গতকাল সোমবার বেলা ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। আগামী ২৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদনগ্রহণ চলবে।

মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ মার্চ সকাল ১০টায় সারাদেশের ১৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ