ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৯:২৯ AM , আপডেট: ২৮ অক্টোবর ২০২২, ০৯:২৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফরম (চয়েস ফরম) পূরণ করেছে তাদের এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকালও এ প্রক্রিয়া চলবে।
গত ২৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নের পত্রাদি নিয়ে আসতে হবে:
ক) মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
খ) উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
খ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
গ) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।
আরো পড়ুন: গুচ্ছে চূড়ান্ত আবেদন প্রায় ১ লাখ ৬০ হাজার, বেশি ‘এ’ ইউনিটে
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন-