১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৪

কৃষি গুচ্ছে ডিভাইসসহ ভর্তিচ্ছু আটক

কৃষি গুচ্ছে ডিভাইসসহ ভর্তিচ্ছু আটক
আটক শিক্ষার্থী  © সংগৃহীত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ডিভাইসটি সিমযুক্ত ও মোবাইলের ব্যাটারির মতো দেখতে। পরীক্ষার্থীর কানের ভেতরে লাগানো ছিল ক্ষুদ্র আরেকটি ডিভাইস।

আটককৃত ভর্তিচ্ছুর নাম পলাশ চন্দ্র সরকার (২০) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের প্রদীপ কুমার দাস ও মিনতি রানীর ছেলে। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ১৮২৯৭। ওই ভর্তিচ্ছু  বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের ৪নং কক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। 

জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বরত পরিদর্শক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া তাকে ইলেকট্রিক ডিভাইসসহ হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: তিন বছরেও অধিগ্রহণ হয়নি নতুন ক্যাম্পাসের সম্পূর্ণ জমি

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, পলাশ চন্দ্র সরকার নামে এক পরীক্ষার্থীকে ইলেকট্রিক ডিভাইসসহ হাতেনাতে ধরা হয়েছে। তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কৃষিভুক্ত আটটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৫০০ পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ১১ হাজার ১০৪ জন। পরীক্ষার্থী উপস্থিতির হার ৮৮ দশমিক ৮৩ শতাংশ।