ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০২২-২৩ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ PM
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০২২-২৩ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের চেতনার রং-
A. পীত
B. নীল
C. কালো
D. লাল
02. 'কেন কবি আজ এমন উন্মনা তুমি'- এখানে 'উন্মনা' শব্দের 'উৎ' যে অর্থ বহন করে
A. উঁচু
B. নিচু
C. ভিতর
D. বাহির
03. কোনটি শুদ্ধ নয়-
A. হরীতকী
B. উষা
C. উরু
D. উচ্ছল
04. 'জাঁদরেল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A. ফারসি
B. তুর্কি
C. পর্তুগিজ
D. ইংরেজি
05. সম্ + চয় = সঞ্চয়; এখানে 'ম' রূপান্তরিত হয়ে 'ঞ' হয়েছে 'চ' ধ্বনি বলে-
A. তালব্য
B. অঘোষ
C. অল্পপ্রাণ
D. স্পৃষ্ট
06. আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ-
A. আশা, আলো, আসমান
B. অনেক, অতিশয়, অনাবিল
C. ইলিশ, ইতিহাস, ইমারত
D. উচ্চ, উট, উঠতি
07. 'পর্বত' এর সমার্থক শব্দ নয়-
A. মেদিনী
B. শৈল
C. অচল
D. অদ্রি
08. 'বতোর দিনে মগরা-মগরা ধান আসে' স্ফীত হরফ-চিহ্নিত পদটি হলো-
A. সাপেক্ষ সর্বনাম
B. ধ্বন্যাত্মক অব্যয়
C. সমধাতুজ কর্ম
D. বিশেষণের বিশেষণ
09. 'শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন'। এটি-
A. বচন
B. ছড়া
C. ধাঁধা
D. প্রবাদ
10. 'Copyright' এর যথাযথ পরিভাষা-
A. স্বত্ব
B. মালিকানা
C. মেধাস্বত্ব
D. গ্রন্থস্বত্ব
11. অব্যয়ীভাব সমাসের উদাহরণ-
A. প্রশিক্ষিত
B. যথারীতি
C. জনৈক
D. গ্রন্থস্বত্ব
12. 'আউলিয়া চাঁদ' বাগধারার অর্থ-
A. পবিত্র তিথি
B. হাতের নাগালে
C. বিচলিত ব্যক্তি
D. দুর্লভ বস্তু
13. 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এককথায় প্রকাশিত রূপ-
A. ঐতিহাসিক
B. ইতিহাসবেত্তা
C. ইতিহাস বিশেষজ্ঞ
D. ইতিহাস রচয়িতা
14. 'লালসালু' উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে
A. আওয়ালপুরের পীর সাহেবকে
B. রহিমাকে
C. জমিলাকে
D. মজিদকে
15. মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কীসের প্রতীক?
A. প্রতিরোধের
B. অন্তিম প্রচেষ্টার
C. স্বদেশপ্রেমের
D. আন্দোলনের
Answer Keys: 1.D 2.D 3.Blank 4.D 5.A 6.D 7.A 8.B 9.A 10.D 11.B 12.C 13.B 14.D 15.B
Fill in the gaps (01-05)
English
01. She has happily been married ------ the poet for the last ten years.
A. with
B. by
C. to
D. into
02. It was the first time that------ the book.
A. I read
B. I was reading
C. I had read
D. I have read
03. The accident not only ------- his leg but also ------- his joints.
A. breaks, dislocate
B. broke, dislocated
C. broke, dislocating
D. breaking, dislocating
04. I don't mind------ negative feedback if it is true.
A. accept
B. accepting
C. to accept
D. of accepting
05. You should not ------ at strangers that way.
A. stare
B. glance
C. see
D. observe
06. Choose the best option to complete the sentence: The bus-----
A. Arrived late this evening.
B. arrived this evening late.
C. was arrived late this evening.
D. has arrived this evening late.
07. Write the correct indirect speech: My grandfather said, "I will have a glass of milk at night."
A. My grandfather said that he will have a glass of milk at night.
B. My grandfather told that he can have a glass of milk at night.
C. My grandfather said that he would have a glass of milk at night.
D. My grandfather said that he might have a glass of milk at night.
08. Choose the correct sentence:
A. She felt humillated at her own lack of insight.
B. She feel humillated at her own lack of insight.
C. She feels humillate at her own lack of insight.
D. She feels humillating on her own lack of insight.
09. Because of its global status and colonial history, English is considered to have -------.
A. monopoly
B. hegemony
C. sanctimony
D. equanimity
10. Which of the following uses of the preposition 'but' is correr?
A. I am sure no one but he would do such a thing.
B. He does not seem to be interested in anything but play with toys
C. I cannot but to admire the beauty of the mountain summit
D. There is no alternative but to walk all the way home.
11. Find the correct sentence-
A. How long have you been here for?
B. I have know him for the beginning of the year.
C. They have known each other since six months.
D. This is the worst tsunami since ten years.
12. Which of the following sentences has an adverb in it?
A. I was delighted to see them happy.
B. He told me that he was going on a tour.
C. I love slow paced music.
D. And they lived happily ever after.
13. The synonym of the word 'Progress' is-
A. Performance
B. Regression
C. Advancement
D. Enhancement
14. Find the correctly spelt word-
A. Nausea
B. Spacesuite
C. Mandetory
D. Diseminate
15. Identify the type of sentence: "So let freedom ring from the prodigious hilltops of New Hampshire."-
S. Declarative
B. Imperative
C. compound
D. complex
Answer Keys: 1.C 2.C 3.B 4.B 5.A 6.D 7.C 8.A 9.B 10.A 11.A 12.D 13.C 14.A 15.B
সাধারণ জ্ঞান
01. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরষ্কারে ভূষিত হয়েছেন।
A. ম্যাগসেসে পুরস্কার
B. সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড
C. ভারত রত্ন পুরস্কার
D. মিলেনিয়াম শান্তি পুরস্কার
02. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
A. ১টি
B. ২টি
C. ৩টি
D. ৪টি
03. মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
A. স্বদেশি
B. তেভাগা
C. টংক
D. ভারতছাড়
04. স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ হলো-
A. স্মার্ট জাতি, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ
B. স্মার্ট জাতি, স্মার্ট প্রশাসন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ
C. স্মার্ট প্রযুক্তি, স্মার্ট সরকার, স্মার্ট রাষ্ট্র, স্মার্ট সমাজ
D. স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ
05. যে প্রতিষ্ঠান ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
A. আইসিআরসি
B. ইউএনএইচসিআর
C. ইউনিসেফ
D. আইওএম
06. বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে পর্যন্ত বহমান।
A. কলকাতা, বেনাপোল
B. শিলিগুড়ি, পার্বতীপুর
C. জলপাইগুড়ি, সৈয়দপুর
D. কোচবিহার, পাটগ্রাম
07. সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
A. মালদ্বীপ
B. ভারত
C. আফগানিস্তান
D. বাংলাদেশ
08. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়?
A. ফিলিপাইন
B. শ্রীলঙ্কা
C. ভারত
D. বাংলাদেশ
09. হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে-
A. ৮
B. ১০
C. ১২
D. ১৬
10. বাংলাদেশে হাজং নৃগোষ্ঠীর বাস-
A. নেত্রকোণায়
B. রংপুরে
C. সিলেটে
D. বান্দরবানে
11. দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে-
A. ব্যাংক অব আমেরিকা
B. ইউএনডিপি
C. বিশ্বব্যাংক
D. আইএমএফ
12. ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষের প্রথম গবেষণা-প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়- সালে।
A. ২০২২
B. ২০২১
C. ২০২০
D. ২০১৯
13. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়?
A. কানাডা
B. নরওয়ে
C. চিন
D. জাপান
14. জনশুমারি ২০২২ অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার-
A. ৪৯.৮৪%
B. ৪৯.৫১%
C. ৫০.৪৩%
D. ৫১.০২%
15. বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ?
A. যুক্তরাষ্ট্র
B. ইংল্যান্ড
C. সৌদি আরব
D. ইরান
16. ন্যানো পার্টিকেলের আকৃতিসীমা ------- ন্যানোমিটার।
A. ১-১০০
B. ১০-১০০
C. ০১-১০
D. ১-১০০০
17. রেনেসাঁ যুগের দার্শনিক হলেন।
A. বাট্রান্ড রাসেল
B. কার্ল মার্কস
C. নিকোলো ম্যাকিয়াভেলি
D. ভলতেয়ার
18. ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো-
A. আয়ারল্যান্ড
B. সুইডেন
C. ফিনল্যান্ড
D. স্কটল্যান্ড
19. অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২৩-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-
A. Everything Everywhere All at Once
B. The Whale
C. RRR
D. Women Talking
20. সদ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবে সাম্মানিক জীবন-সদস্যপদ লাভ করেছেন যে ক্রিকেটার-
A. সাকিব আল হাসান
B. মুশফিকুর রহিম
C. মাশরাফি বিন মুর্তজা
D. লিটন দাস
21. তিস্তা, মহানন্দা ও জাদুকাটা নদীগুলো-
A. আন্তঃসীমান্ত নদী
B. পাহাড়ি নদী
C. মেঘনার উপনদী
D. নুড়িবাহী নদী
22. সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে
A. সংস্কৃতির
B. ব্যবসার
C. কৃষির
D. রাজনীতির
23. 'নবান্ন' কার চিত্রকর্ম?
A. জয়নুল আবেদিন
B. কামরুল হাসান
C. এস. এম. সুলতান
D. মোহাম্মদ কিবরিয়া
24. যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়-
A. বিসিজি
B. ওপিভি
C. এমআর
D. টিটি
25. সুশাসনের মূলনীতি হলো-
A. জবাবদিহিতা
B. সামাজিক সাম্য
C. নাগরিক অধিকার
D. নাগরিক ক্ষমতায়ন
26. দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?
A. ঢাকা
B. ভোলা
C. সিলেট
D. নীলফামারী
27. মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল হলো-
A. পানি
B. গ্যাস
C. ইউরেনিয়াম
D. কয়লা
28. একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয়?
A. ওয়ান
B. ক্যান
C. ম্যান
D. প্যান
29. বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর সাল-
A. ২০২১
B. ২০২২
C. ২০২৩
D. ২০২৪
30. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত-
A. সিলেট
B. হবিগঞ্জ
C. মৌলভীবাজার
D. সুনামগঞ্জ
Answer Keys: 1.B 2.C 3.Blank 4.D 5.A 6.B 7.C 8.D 9.D 10.A 11.C 12.A 13.C 14.C 15.A 16.A 17.C 18.C 19.A 20.C 21.A 22.C 23.A 24.A 25.A 26.D 27.D 28.B 29.C 30.B