আলিম পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুন) অধিদপ্তরের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান স্বাক্ষরিত এ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে নিয়ে এসে পাঠদান করানো সম্ভব হয়নি। এমন অবস্থায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট রুবিক্সসহ এ্যাসাইনমেন্ট প্রণয়ন পূর্বক এনসিটিবিতে প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে সাতটি বিষয়ে মূল্যায়ন রুবিক্সসহ এ্যাসাইনমেন্ট ও সপ্তাহভিত্তিক এ্যাসাইনমেন্টের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী এ্যাসাইনমেন্ট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ