আলিম পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ

এ্যাসাইনমেন্ট
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুন) অধিদপ্তরের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান স্বাক্ষরিত এ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে নিয়ে এসে পাঠদান করানো সম্ভব হয়নি। এমন অবস্থায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট রুবিক্সসহ এ্যাসাইনমেন্ট প্রণয়ন পূর্বক এনসিটিবিতে প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে সাতটি বিষয়ে মূল্যায়ন রুবিক্সসহ এ্যাসাইনমেন্ট ও সপ্তাহভিত্তিক এ্যাসাইনমেন্টের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী এ্যাসাইনমেন্ট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন