অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে দেয়া হতে পারে জেএসসির ফল

পরীক্ষার হলে শিক্ষার্থীরা
পরীক্ষার হলে শিক্ষার্থীরা  © ফাইল ফটো

করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে এবছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষার ফল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে  দেয়া হতে পারে।

বুধবার (২৬ মে) শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ সম সাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, চলমান পরিস্থিতির কারণে যদি পরীক্ষা নেয়ার মতো পরিবেশ না থাকে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে জেএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে।

এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। আর ১৩ জুন থেকে দেশের সব স্কুল-কলেজ খোলার কথা জানান তিনি। স্কুল-কলেজ খোলার ঘোষণা আসলেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি পরে জানানো হবে বলে জানান ডা. দীপু মনি। 


সর্বশেষ সংবাদ