একইদিনে ফাজিল ও সাত কলেজের অনার্স পরীক্ষার সময়সূচিতে বিড়ম্বনায় শিক্ষার্থীরা

দুই পরীক্ষার রুটিন
দুই পরীক্ষার রুটিন  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের মাদরাসাসমূহের ২০২৩ সনের অনার্স এবং ফাজিল (স্নাতক) পরীক্ষার সময়সূচি একইদিনে অনুষ্ঠিত হবে। এতে বিপাকে পড়েছেন একইসাথে দুই প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষ ও ফাজিল দ্বিতীয় বর্ষের ২০ জানুয়ারি ও ফেব্রুয়ারির মাসের ৬ ও ১১ তারিখ তিনটি পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। এছাড়াও সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ ও ফাজিল তৃতীয় বর্ষের ৯ ফেব্রুয়ারি তারিখের পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা বলছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দুইটি প্রতিষ্ঠান একই সাথে অধ্যয়ন করার সুযোগ দেওয়ার পরেও একই সময়ে পরীক্ষা নিয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছেন। ফাজিল পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি করছেন তারা।

ফাজিল ও সাত কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, ফাজিল ও অনার্স জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ ইয়ার ফাইনাল।দুটি প্রতিষ্ঠান মেনে নিয়েছে দুই জায়গায় কন্টিনিউ করতে পারবে সেক্ষেত্রে পরিকল্পিতভাবেই বিবেচনা করা উচিত পরীক্ষা সহ যাবতীয় বিষয়। 

‘ফর্ম ফিলাপ করা অবধি সিদ্ধান্ত হয় নাই হঠাৎ একত্রে দুটি প্রতিষ্ঠান পরীক্ষা রুটিন প্রকাশ করায় আমরা শিক্ষার্থীরা হতাশায় ভুগছে। এখন আমাদের দাবি কোন এক প্রতিষ্ঠানকে সেক্রিফাইস করতে হবে এক ইয়ারের জন্য।’

জিহাদ হোসাইন নামে আরেক শিক্ষার্থী বলেন, সাত কলেজ থেকে বড় ধরনের শিক্ষার্থীরা ফাজিল করছে এবং অনার্সে অধ্যায়নরত আছে এই মুহূর্তে যদি একই সাথে দুই জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহলে, শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি হচ্ছে- প্রথমত, একই সাথে দুইটা পরীক্ষা দেওয়ার জন্য একত্রে পড়া গোলমাল হওয়ার মত। 

তিনি আরও বলেন, দ্বিতীয়ত, সাত কলেজের অনেক শিক্ষার্থী কলেজে পড়ার পাশাপাশি তারা তাদের গ্রামাঞ্চলে প্রতিষ্ঠানগুলোতে ফাযিলে অধ্যায়নরত অবস্থায় রয়েছে। তাই, এই অবস্থায় যদি দুই জায়গায় পরীক্ষা হয় তাদের জন্য যাতায়াত কষ্টকর বিষয় হয় আর দীর্ঘক্ষণ যাতায়াত করাও কঠিন  অর্থাৎ রাজধানী থেকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতায়াত করা এটা এক ধরনের উদ্বেগ প্রকাশের বিষয়।


সর্বশেষ সংবাদ