এইচএসসি পরীক্ষা দেননি ১২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭৫

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী  © ফাইল ছবি

চলমান এইচএসসি পরীক্ষায় একদিনে ১২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। রোববার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দৈনিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এদিন ৭৬ শিক্ষার্থী এবং এক পরিদর্শককে বহিষ্কারের ঘটনা ঘটেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭ জুলাইয়ের পরীক্ষায় ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৮ শতাংশ।

আরো পড়ুন: কলেজ আছে শিক্ষকও আছে, শুধু নেই পরীক্ষার্থী

এদিন ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজন কেন্দ্র পরিদর্শকও বহিষ্কৃত হয়েছেন। এবার ৯ টি শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৪৭২টি কেন্দ্রে ১০ লাখ তিন হাজার ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।


সর্বশেষ সংবাদ