আইএসসি বা দ্বাদশের মেধা তালিকায় এগিয়ে মেয়েরা

দ্বাদশের মেধা তালিকায় এগিয়ে মেয়েরা
দ্বাদশের মেধা তালিকায় এগিয়ে মেয়েরা  © ফাইল ছবি

আইএসসি  বা দ্বাদশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ১৫ জন ছাত্র-ছাত্রী। মূলত ফিউচার ফাউন্ডেশন, ডিপিএস, লা মার্টিনিয়ার ফর গার্লস ও মর্ডান অ্যাকাডেমির পড়ুয়াদের নাম আছে সেখানে। ব়্য়াঙ্কিংয়ে থাকা ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর ৯৯ শতাংশ। কলা বিভাগ থেকেও দুর্দান্ত রেজাল্ট করেছে বেশ কয়েকজন।
   
পশ্চিমবঙ্গ থেকে মেধা তালিকায় জায়গা পেয়েছে একগুচ্ছ ছেলে-মেয়ে। ১০০-র মধ্যে প্রতি বিষয়ে ৯৯ নম্বর পেয়েছে তারা। উল্লেখ্য, এবার দু’টি পরীক্ষাতেই পাশের হারের নিরিখে সার্বিকভাবে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। বাংলায় শতাংশ বিচারে প্রতি ১০০ জনে উত্তীর্ণ হয়েছে ৯৭.৮০ জন।

সোমবার (৬ মে) সকাল ১১ টা নাগাদ ও আইএসসি এর ফল প্রকাশ করে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস। সেই সঙ্গে প্রকাশ্যে আসে মেধা তালিকাও। আইএসসি বা দ্বাদশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে সেরা ১০ এ জায়গা করে নিয়েছে ১৫ জন ছাত্র-ছাত্রী।

কাউন্সিল জানিয়েছে, এবার আইসিএসি বা ক্লাস ১০ এ পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৪৭ শতাংশ। অন্যদিকে দ্বাদশ বা আইএসসিতে প্রতি ১০০ জনে পাশ করছেন ৯৮.১৯ জন। দুটি পরীক্ষায় মেয়েদের পাশেরহার ৯৯.৬৫ শতাংশ। আর শতাংশের নিরিখে ছেলেরা পাশ করেছে ৯৯.৩১ জন। শুধু আইএসসিতে ছাত্র ও ছাত্রীদের পাশের হার যথাক্রমে.৯৭.৫৩ ও ৯৮.৯২ শতাংশ বলে জানিয়েছে কাউন্সিল।

এবার আইএসসিতে পরীক্ষা দিয়েছিল ৯৯ হাজার ৯০১ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে ৯৮ হাজার ৮৮ জন দ্বাদশের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গিয়েছে।


সর্বশেষ সংবাদ