মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সাথে একযোগে শুরু এইচএসসি পরীক্ষা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:৫৭ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২২, ০১:১৬ PM
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের সাথে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সময়ের ভিন্নতা থাকলেও রবিবার (০৬ নভেম্বর) থেকে বাংলাদেশের সঙ্গে মিল রেখে শুরু হয় পরীক্ষা।
এবারের এইচএসসি পরীক্ষায় কাতারে মোট পরীক্ষা দিচ্ছেন ৬১ জন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ৪২ এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী সংখ্যা ১৯ জন। সৌদি আরবে পরীক্ষা দিচ্ছেন ৫২ জন। এদের মধ্যে ২৪ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী।
সকল কেন্দ্রই বাংলাদেশ দূতাবাস পরিচালিত হয়। যথাসময়ে আধা ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: প্রেমের সম্পর্কে টানাপোড়েন চলছিল বুটেক্সের আত্মঘাতী জয়ের।
কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, এনডিসি'র প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ স্কুলের প্রধান একাডেমিক ভবনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবে পরীক্ষা অনুষষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ।
জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হুমায়ূন কবির জানান, ছাত্রছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং বিগত বছরের ন্যায় এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে আশাবাদী।
তিনি আরো বলেন, ঢাকা শিক্ষাবোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে জেদ্দা কনস্যুলেটের তত্বাবধানে পরীক্ষা চলছে এই কেন্দ্রে।