এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ফেনীতে অনুপস্থিত ৩৬৫

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী  © সংগৃহীত

গতকাল সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর প্রথম দিনেই ফেনীতে অনুপস্থিত ছিলেন ৩৬৫ পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন একজন।

রোববার (৫ নভেম্বর) পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ কার্যালয়।

সূত্র হতে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ফেনীতে ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ৮ হাজার ২শ ৩৩ জন শিক্ষার্থী। প্রথমদিনের পরীক্ষায় ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

অপরদিকে কারিগরি বোর্ডে উপস্থিত ছিলেন ১০৫ জন। অনুপস্থিত ছিলেন একজন। এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় উপস্থিত ছিলেন ২০৬ জন। অনুপস্থিত ছিলেন সাত জন।

আরও পড়ুন: নবজাতককে নিয়ে এইচএসসি পরীক্ষা দিলেন মা।

মোট ১৪টি কেন্দ্রে এইচএসসি ও ৭টি কেন্দ্রের আলিম পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯০৬ জন। অনুপস্থিত ছিলেন ৭৬ জন। এর মধ্যে দাগনভূঞা কেন্দ্রে একজন বহিষ্কার হয়েছেন।

উল্লেখ্য প্রথম দিন এ পরীক্ষায় সারা দেশে ২০ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এইচএসসির ৯টি বোর্ড থেকে ১৫ হাজার ২৫৫ জন ও মাদ্রাসা বোর্ড থেকে ৫ হাজার ৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ২১ জনকে। বহিষ্কার হওয়া ৬ জন এইচএসসি এবং বাকি ১৫ জন আলিমের।


সর্বশেষ সংবাদ