১৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৭

যশোর বোর্ডে মোবাইলে পৌঁছে যাবে এইচএসসির ফলাফল

যশোর বোর্ডের লোগো  © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হচ্ছে। দেশের সব শিক্ষা বোর্ড একসাথে এই ফলাফল প্রকাশ করবে। ফল জানার জন্য সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়; প্রতিষ্ঠানের মাধ্যমে, বোর্ডের ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অথবা এসএমএস পাঠিয়ে। 

অধিকাংশ শিক্ষা বোর্ড এসব প্রচলিত উপায়েই ফল জানার ব্যবস্থা রাখলেও তবে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ বছর ভিন্ন পথে হাঁটছে। এই বোর্ডের আওতায় থাকা শিক্ষার্থীদের ফল জানার জন্য আলাদাভাবে এসএমএস পাঠানোর প্রয়োজন পড়বে না। বরং রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থী বা অভিভাবকের দেওয়া মোবাইল নম্বরে নিজ থেকেই ফলাফল পাঠিয়ে দেবে বোর্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ আজ, অপেক্ষায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সফট কপি পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বোর্ডের ওয়েবসাইটে নির্দিষ্ট অপশনে গিয়ে প্রতিষ্ঠানের নাম ও রোল নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের রেজাল্ট পৌঁছে যাবে, যা অন্যান্য বোর্ডের তুলনায় যশোর বোর্ডকে একধাপ এগিয়ে রাখবে।