এসএসসি দেওয়া হলো না ১৩ শিক্ষার্থীর, বিদ্যালয়ের সামনে অবস্থান
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার (১০ এপ্রিল)। কক্সবাজার জেলা থেকে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থীর এবার পরীক্ষায় বসার কথা। তবে উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থীর এবার মাধ্যমিক পরিক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর নেয়নি। তারা জানেন না, তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা। শিক্ষকরা গত পরশু থেকে প্রবেশপত্র দেওয়ার বিভিন্ন সময় নিলেও এখনও দিতে পারেননি।
হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। অন্য একটি বিদ্যালয় থেকে আমাদের শিক্ষার্থীদের পরিক্ষায় বসানোর কথা ছিলো। তবে সে বিদ্যালয় থেকে আমার শিক্ষার্থীদের প্রবেশপত্র এখনও দেয়নি। এনিয়ে বিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বিদ্যালয় সভাপতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়েছেন। আশা করি একটি সুষ্ঠু উপায় বের হবে।’
আরো পড়ুন: প্রশ্নফাঁসের তথ্য ফেসবুকে ছড়ালে দায় নিতে হবে: শিক্ষা উপদেষ্টা
এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং অবিভাবকরা সকাল থেকেই বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউএনও বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। তিনি শিক্ষার্থীদের উপজেলায় ডেকেছেন।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রবেশপত্র পায়নি, এটা বিদ্যালয় থেকে আগে উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়নি৷ জানালে আগেই এ সমস্যার সমাধান হয়ে যেত। এমন শিক্ষাপ্রতিষ্ঠান শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।