১৬ নভেম্বর ২০২৫, ১২:০৮

ঢাকায় রিকশা চালালেন জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর

আহাদ রাজা মীর  © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর বিশেষ কাজে ঢাকায় এসে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন। একটি প্রতিষ্ঠানের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন তিনি। রাজধানীতে অবস্থানকালে বিভিন্ন স্থান ঘুরেও দেখছেন তিনি।

সম্প্রতি আহাদ রাজা মীরের একটি পার্কের মাঝে রিকশা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। ঢাকাই এ সংস্কৃতি আর ঐতিহ্যে্বাহী বাহনের অভিজ্ঞতা নিতে পেরে যেন তিনি বেশ উচ্ছ্বসিত।

ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আহাদ রাজা মীর। এক ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশাচালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন। ঢাকাই এই ঐতিহ্যে্র অভিজ্ঞতা নিতে পেরে বেশ উচ্ছ্বসিত বলে মনে হয়েছে তাকে। শুধু রিকশা চালানোই নয়, ঐতিহ্যবাহী ফুচকাও খেয়েছেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবি-ভিডিওগুলো। 

আরও পড়ুন : এবার সাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন

ভক্তদের মাঝেও এ নিয়ে দেখা যাচ্ছে নানান প্রতিক্রিয়া। কেউ মন্তব্য করেছেন, সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’ কেউ কেউ আবার তার রিকশার যাত্রী হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন। 

প্রসঙ্গত, বিশেষ একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশে পা রাখেন এই পাকিস্তানি অভিনেতা। এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।