২৮ আগস্ট ২০২৫, ১৭:২৫

অভিনেতা হিসেবে সফল, ব্যক্তিজীবনে অসফলতার কথা কেন বললেন চঞ্চল চৌধুরী?

চঞ্চল চৌধুরী ও তার পরিবার  © ফেসবুক থেকে নেওয়া

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তাঁর স্ত্রী শান্তার বিবাহবার্ষিকী। এ উপলক্ষে নিজের ফেসবুক পেজে পরিবারের একটি পুরোনো ছবি শেয়ার করে নস্টালজিক হয়েছেন এই অভিনেতা।

ছবিটি প্রায় ১৫ বছর আগের। কোনো এক পত্রিকার ফটোসাংবাদিক তাঁদের বাসায় গিয়ে এটি তুলেছিলেন। ছবিতে দেখা যায়, চঞ্চল, তাঁর স্ত্রী শান্তা এবং তাঁদের একমাত্র ছেলে শুদ্ধকে।

স্ট্যাটাসে চঞ্চল লেখেন, “শুদ্ধ তখন অনেক ছোট, আমিও বড় ছোট ছিলাম! আসল কথাই বলতে ভুলে গেছি। আজ যে আমাদের বিবাহবার্ষিকী, সেটাও যেমন ভুলে গেছিলাম, কততম, সেটাও মনে করতে পারছি না! শান্তা কিছুক্ষণ আগে দুটো শব্দ লিখে মনে করিয়ে দিল। তখন ভেতরে ভেতরে কিছুটা লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল।”

আরও পড়ুন: আজ থেকে নামের আগে ডক্টর লিখতে পারবেন মিথিলা

এরপর নিজের ভুলে যাওয়ার প্রবণতাকে ‘অসুখ’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, “আমার মনে ছিল না, প্রায় প্রতি বছরই এমন ঘটে। অভিনেতা হিসেবে আমি হয়তো সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে আমার অনেক ব্যর্থতা আছে। ভুলে যাওয়াটা আমার একটা অসুখ। এত কিছুর পরও হেড অফিস থেকে তেমন বড় কোনো অভিযোগ আসেনি বলেই এখনো টিকে আছি।”

পোস্টের শেষ অংশে স্ত্রী শান্তাকে ধন্যবাদ জানিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান চঞ্চল চৌধুরী।

উল্লেখ্য, সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই সিনেমা ‘উৎসব’ ও ‘ইনসাফ’-এ দেখা গেছে তাঁকে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন ভূতের চরিত্রে, আর ‘ইনসাফ’-এর শেষ দৃশ্যে অতিথি চরিত্রে ভয়ংকর এক খলনায়ক হয়ে হাজির হয়েছেন তিনি। দুই সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।