১৮ এপ্রিল ২০২০, ২৩:৪৯

করোনা: কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই বন্ধুর ‘গরীবের দোকান’

  © টিডিসি ফটো

কুষ্টিয়া জেলার হরিয়ানপুর ইউনিয়নে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) এর শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আশিক শেখ। দুই বন্ধু মিলে ‘গরীবের দোকান’ নামক এক ভ্রাম্যমান দোকান গড়ে তুলেছে।

করোনা মহামারীতে অসহায় মানুষের কাছে মাত্র ১০ টাকা মূল্যে খাবার বিক্রি করছে তারা। ভ্রাম্যমান এই দোকান থেকে এ পর্যন্ত সর্বমোট ৭৩টি পরিবার সুফল পেয়েছে। প্রতিদিনই নামমাত্র মূল্যে চলছে গরীবের দোকানের কার্যক্রম।

জানা যায়, গত চারদিন থেকে ভ্রাম্যমান ‘গরীবের দোকানের’ কার্যক্রম চলমান রয়েছে। জীবন ধারণের অত্যাবশ্যকীয় খাবার মিলছে এখানে। নামমাত্র মুল্যে খাবার বিক্রি করায় অসহায় মানুষজন বিনা সংকোচে খাবার সংগ্রহ করতে পারছে।

বুটেক্স শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরানের কাছে ‘গরীবের দোকান’ সম্পর্কে জানতে চাওয়া হলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা মহামারীতে আজকে যারা অসহায়, তারা এর জন্য দায়ী না। সুতরাং ত্রান বিতরন বা সাহায্য করতে গিয়ে তাদের সংকোচে ফেলে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। আমাদের কার্যক্রমের প্রধান মূল্যবোধই এটি। নামমাত্র মূল্য নিয়ে আমরা অসহায় মানুষের মর্যাদা সমুন্নত রেখে তাদের পাশে দাড়াচ্ছি।

তিনি আরও জানান, তারা কার্যক্রমটি দুর্যোগকালীন পুরো সময় জুড়ে চলমান রাখতে চান। এজন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।