বাংলা ছবির গান গেয়ে আলোচনায় সোমালিয়ান শিক্ষার্থী (ভিডিও)
‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে’ বাংলাদেশি কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা একটি বিখ্যাত রোমান্টিক কবিতা। সিনেমায় ব্যবহারের জন্য পরবর্তীতে কবিতাটিতে সুরারোপ করে গান তৈরি করা হলে এটি বেশ জনপ্রিয়তা পায়।
কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর সহধর্মিণী ছিলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। ১৯৮৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯১ সালে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আত্মহত্যা করার সময় এই কবিতা লিখে যান। ধারণা করা হয়, কবিতাটি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে লেখা।
১৯৯২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ধারাবাহিকে গানটিকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে গানটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন দুই বাংলায় গানটিকে জনপ্রিয় করতে অবদান রাখেন।
সম্প্রতি গানটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী আব্দি আজিজ আহমেদ হারসি গেয়ে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোতেও আজিজের কণ্ঠে গাওয়া গানটি বেশ সাড়া ফেলেছে।