চুলের বখাটে কাটিংয়ে নিষেধাজ্ঞা!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০৩:২৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০৩:২৫ PM
মাগুরায় কোনো প্রকার মডেলিং চুল কাটা, দাড়ি কাটা ও বখাটে কাটিং করা যাবে না। আদেশক্রমে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিজ্ঞপ্তির সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ আবার ব্যঙ্গ করে ভবিষ্যতে পুলিশ আরও কী কী ধরনের নির্দেশনা দিতে পারে তার তালিকা দিচ্ছেন ফেসবুকে। একজন লিখেছেন, বখাটে কাটিং কি রকম? কিছু নমুনা যদি দেখাতো!
তবে অনেকে এমন নির্দেশনার সমর্থনও করেছেন। ফেসবুকে একজন লিখেছেন, একবারও বলছি না চুলে স্টাইল করা যাবে না, রঙ করা যাবে না। অবশ্যই এটা নিজস্ব রুচি। স্টাইলিশ ভদ্র কাটিংও আছে। এবার মাত্র একজন এমন রুচিহীন কাটিং স্টাইলিশ ছেলে দেখান যে কিনা ভদ্র, নম্র, সভ্য। পারবেন না। কারণ এরাই বখাটে। বিভিন্ন গ্যাংয়ের সদস্য।
এবিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন কোন লিখিত বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আমরা চুল কাটার বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছি। এখানকার তরুণ বয়সী ছেলেরা বিশেষ স্টাইলে চুল কাটে এবং সড়কে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ায়। চুলের স্টাইল প্রদর্শনের জন্য তারা হেলমেটও পরতে চায় না এবং মোটরসাইকেলের গ্লাসের দিকে তাকিয়ে চুল ঠিক করার ভঙ্গি করে। সড়কে তাদের এ দায়িত্বহীন আচরণের কারণে নানা দুর্ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, দেখা গেছে যারা চুলের কাটিং নিয়ে বেশি ব্যস্ত থাকে তারাই ইভটিজিং, কিশোরগ্যাঙ্গ এই বিষয় গুলোর সাথে যুক্ত থাকে। তাই সমাজকে সচেতন করতে এবং এই কিশোরদের গতানুগতিক ধারায় নিয়ে আসতে সেলুন গুলোকে মৌখিকভাবে বলেছি। নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, চুল কাটার বিষয়ে নিষেধাজ্ঞার কিছু নেই। এটা যার যার ব্যক্তিগত বিষয়।