২১ মে ২০১৯, ২১:০৩

অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোর্শেদ হাসিব

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ থেকে যেন আর কোনো নাগরিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন দেশে পাড়ি না জমায় সেজন্য কাজ করতে হবে গণমাধ্যমকে। মঙ্গলবার সকালে অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান তিনি।

অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিরা বলেন, যেকোনো মূল্যে তরুণদের অবৈধপথে বিদেশে পাড়ি দেয়ার প্রবণতা ঠেকাতে হবে। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এরপর অভিবাসন বিষয়ক পুরস্কার দেয় হয়। চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার মোর্শেদ হাসিব টেলিভিশন ক্যাটাগরি তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মেজবাহুল ইসলাম প্রথম ও বাংলাভিশনের মেরাজ হোসেন গাজী দ্বিতীয় স্থান অর্জন করেন।