শুরুর দুই বিসিএসে প্রিলি ফেল, তৃতীয় বারের চেষ্টায় বাজিমাত ঢাবি ছাত্র পাভেলের
টানা দুই বিসিএসে ব্যর্থতার পর এবার বাজিমাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাভেল আকন্দ। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলের শিক্ষা ক্যাডারে (বাংলা) তার মেধাক্রম ৩। ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আকতা গ্রামে আব্দুল জব্বারের ছেলে পাভেল। তিনি আকতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.৬৩ ও কেশরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তৃতীয়বারের চেষ্টায় সফল হওয়া প্রসঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসকে পাভেল বলেন, করোনার সময় থেকে আমি বিসিএস প্রস্তুতি শুরু করি। ৪১তম ও ৪৩তম দুই বিসিএসে টানা প্রিলিমিনারি ফেল করি। এতে মনোবল কিছুটা ভেঙে গেলেও আবার নতুন উদ্যমে প্রস্তুতি নিই। এরপর টানা ৩ বিসিএসে প্রিলিতে উত্তীর্ণ হয়েছি। ৪৪তম বিসিএসে চূড়ান্ত সফলতা এসেছে। সামনে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা।
তিনি আরও বলেন, আমার বিসিএস জার্নিতে আর্থিক সমস্যা না থাকলেও, মনোবল ধরে রাখা কঠিন ছিল। টানা ৫ বছর বিসিএসের পেছনে লেগে ছিলাম। বিসিএস ছাড়া অন্য কোনো চাকরির প্রস্তুতিও নিইনি।
যারা ব্যর্থ হয়ে হতাশায় ভুগছেন তাদের উদ্দেশ্যে পাভেল বলেন, হাল ছাড়া যাবে না। পড়াশোনা চালিয়ে যেতে হবে। তবেই সফলতা মিলবে।