০৭ মার্চ ২০১৯, ১৬:২৪

মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে মানববন্ধন

সর্বস্তরের জনগণের উপস্থিততে মাদকবিরোধী মানববন্ধন

পটুয়াখালী গলাচিপায় যুব সমাজের উদ্যোগে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলাকার থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার মো. আহসান হাবিব প্যাদা, মো. ইউসুফ শিকদার, মো. জহির মুছুল্লী উদ্যোগে পুরুষ, মহিলা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২ নম্বর ওয়ার্ডের কিছু মাদক ব্যবসায়ী প্রশাসনের নাকের ডগায় ঘুরে ঘুরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মরণঘাতি নেশাজাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি করে আসছেন। এতে করে এলাকার যুবসমাজ মাদকের নেশায় আসক্ত হচ্ছে। মাদক বিক্রি করে এরা রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছেন। তারা পাকা ভবন তৈরি করছেন। এভাবে প্রকাশ্যে মাদকসহ নেশা জাতীয় দ্রব্য যাতে বিক্রি করতে না পারে সে জন্য প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোশেদ জানান, যিনিই মাদকের সাথে যুক্ত তার স্থান হল জেলখানা। মাদকের সাথে যুক্ত কাউকেই কোন রকম ছাড় দেয়া হবে না। এ ভাবেই যুবসমাজকে মাদক মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।