ভারতের ইয়ুথ ফেস্টিভ্যালে বশেমুরকৃবির দুই শিক্ষার্থী
বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণে সম্প্রতি ভারতের পণ্ডিত রবিশঙ্কর বিশ্ববিদ্যালয়ে ১২তম ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৯ (সাউফেস্ট)’ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী।
তারা হলেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মাদুম ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের তৃতীয় বর্ষের বিবি পান্জাতুল কুবরা।
এ দু’জন ছাড়াও ফেস্টিভ্যালটিতে বাংলাদেশের ৬২জনসহ ১০টি দেশের মোট ৫৮৭ জন শিক্ষার্থী লাইট ভোকাল গ্রুপ, ক্লাসিকাল ড্যান্স, ফোক ড্যান্স, ডিবেট, ইলেকিউশন ও পোষ্টার মেকিংয়ে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভালের প্রধান উদ্দেশ্য হলো- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা। এ লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এই ফেস্টিভালের আয়োজন করে আসছে।
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মরিশাস, আফগানিস্তান ও মালদ্বীপের শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরাদের নিয়ে ইউজিসি’র তত্ত্বাবধানে একটি দল এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম।