০১ মার্চ ২০১৯, ০১:২৬

চুড়িহাট্টার আগুনেই মারা গেছেন দোলা ও বৃষ্টি!

ফাতেমা তুজ জোহরা বৃষ্টি ও রেহেনুমা তারান্নুম দোলা   © ফাইল ছবি

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ফাতেমা তুজ জোহরা বৃষ্টি ও রেহনুমা তারান্নুম দোলা। গত ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার অগ্নিকাণ্ডেই এই দুজন নিহত হন বলে ধারণা পুলিশের। কিন্তু ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও লাশ খুঁজে পাননি স্বজনরা।

আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজে চাইল্ড কেয়ার বিভাগের শিক্ষার্থী বৃষ্টি এবং ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইনে পড়ুয়া দোলা দুজনেই বাসা চকবাজারে, অগ্নিকাণ্ডস্থলের কাছেই। দুজনের বন্ধুত্ব শৈশব থেকে।

২০ ফেব্রুয়ারি রাত থেকে সন্ধান না পাওয়ার পর দোলার বাবা দলিলুর রহমান দুলাল লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি বলেন, দোলা আর বৃষ্টি ওই রাতে শিল্পকলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষে তাদের লালবাগ এবং হাজি রহিম বক্স লেনের বাসায় ফেরার পথে নিখোঁজ হন।

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের শিকার দুই বান্ধবী হয়েছেন ধারণা করে ঢাকা মেডিকেলেও ছুটে গিয়েছিলেন তাদের স্বজনরা। কিন্তু আগুনে পোড়া মৃতদেহ থেকে বৃষ্টি ও দোলাকে শনাক্ত করতে পারেনি তারা।

এই অগ্নিকাণ্ডস্থল থেকে ৬৭টি পোড়া লাশ উদ্ধার করা হয়, যার মধ্যে ১৯টি শনাক্ত হয়নি। এই লাশগুলোর দাবিদার আবার ২৩টি পরিবার। শনাক্তের জন্য এই ২৩ পরিবারের ৫৮ জনের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি। বৃষ্টি ও দোলার পরিবারের সদস্যরাও ডিএনএ নমুনা দিয়েছেন সিআইডিকে।

লালবাগ থানার ওসি সুবাস চন্দ্র সাহা বলেন, মোবাইল ফোন ট্র্যাক করে তারা শতভাগ নিশ্চিত যে দোলা ও বৃষ্টি চুড়িহাট্টার আগুনেই মারা গেছেন। তিনি বলেন, হায়দার বক্স লেন থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজ থেকেও নিশ্চিত হওয়া গেছে, তারা আগুনে পড়ে মারা যায়।