২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩০

বরিশালে উদ্যোক্তা তৈরি বিষয়ক সেমিনার ও আলোচনা সভা

  © টিডিসি ফটো

তারুণ্যের শক্তি, সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালে হয়ে গেলো সেমিনার ও কর্মশালা। এতে অংশ গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এর এক ঝাঁক তরুণ। প্রথম পর্যায়ে বরিশাল সদর রোড এলাকার বিডিএস মিলনায়তনে ও দ্বিতীয় পর্যায়ে বরিশাল সার্কিট হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র রায়। প্রধান অতিথির ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ, আলোচক হিসেবে ছিলেন  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. ফয়েজ আহম্মেদসহ আরো অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল বিভাগের ছয়টি জেলার প্রশাসকসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিডিএস মিলনায়তনে সরকার দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজা আহমেদ ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন।বরিশাল সার্কিট হাউজে দ্বিতীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেমিনারে বরিশালের আর্থসামাজিক উন্নয়নের ওপর প্রবন্ধ পাঠ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অপূর্ব রায়।

খাজা আহমেদ ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন



অতিথির সাথে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজা আহমেদ জানতে চান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দোক্তা তৈরি ও অর্থনৈতিক সমস্যা সমাধানে অতিথিবৃন্দের কোনো পরিকল্পনা আছে কি না। তিনি বলেন, অর্থের অভাবে অনেক শিক্ষার্থীদের প্রথম বর্ষেয় ঝরে পড়তে দেখা যাচ্ছে, কিছু শিক্ষার্থী রাতের অন্ধকারে অর্থ অভাবে ধরতে বাধ্য হচ্ছে রিক্সার হাতল কিংবা নিজের অজান্তেই করছে আত্মহত্যার মতো জঘন্য কাজ। তিনি এ সময় হাইটেক পার্কের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনকোভেশন সেন্টার স্থাপনের দাবি জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম এর জবাব দেন। সভাপতির বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।