০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

চিটাগাং ইয়ুথ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ করছেন সোসাইটির সদস্যরা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঁশখালী কবিরিয়া মদিনাতুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার গরীব ও অসহায় ছাত্রদের মধ্যে সম্প্রতি চিটাগাং ইয়ুথ সোসাইটি ২য় পর্বের শীতবস্ত্র বিতরণ করেছে।

চিটাগং ইয়ুথ সোসাইটির সভাপতি মোহাম্মদ আজিম তালুকদারের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন রা’দ ও কো-অর্ডিনেটর সাব্বির রহমান।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি সিনান, সেক্রেটারী সজীবুর রহমান শিকদার, জয়েন্ট সেক্রেটারি আরমান আহমেদ রিয়াজ, অর্থ-সম্পাদক কাইসার হামিদ আদর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।