২৩ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

চিটাগং ইয়ুথ সোসাইটির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলওয়ে স্টেশনস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’র ২নং ব্রাঞ্চে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চিটাগং ইয়ুথ সোসাইটি কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ১ম পর্ব পালিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) চিটাগং ইয়ুথ সোসাইটির সভাপতি মুহাম্মাদ আজিম তালুকদারের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চিটাগং ইয়ুথ সোসাইটির সদস্য মুহাম্মদ শাহাদাৎ হোসেন, কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন মুহাম্মাদ সাব্বির আহমেদ।

এতে উপস্থিত ছিলেন ‘চিটাগং ইয়ুথ সোসাইটি’র বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফজলে রাব্বি সিনান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান আহমেদ রিয়াজ, অর্থ সম্পাদক কায়সার আহমেদ আদর এবং ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর কন্ট্রিবিউটর মুনযির এম সা'দ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘এক টাকায় শিক্ষা’র প্রতিষ্ঠাতা প্রধান মোহাম্মদ রিজওয়ান হোসেন, সাধারণ সম্পাদক নিশাত সুলতানা চৌধুরী এবং ব্রাঞ্চ পরিচালক শিহাব জাহিন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শেষে ‘এক টাকায় শিক্ষা’র দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।