চবি শিক্ষার্থী নয়নকে বাঁচাতে লাগবে ১৫ লাখ টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ফার্সিম মান্নান মোহাম্মদী আকাশ (নয়ন)। বন্ধুমহলে তিনি নয়ন নামেই বেশি পরিচিত। ক্যাম্পাসে সহপাঠীদের মাঝে সরব নয়ন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ নয়নের চিকিৎসক জানিয়েছেন দুটো কিডনিই হারাতে বসেছে নয়ন।
নয়নের বাড়ি মেহেরপুর জেলার ক্যাশব পাড়ায়। পিতা আমজাদ হোসেন ও মাতা মাহফুজা খাতুনের একমাত্র ছেলে নয়ন। অসুস্থ হওয়ার পর প্রথম দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে ঢাকার কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নেন তিনি। বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নয়নের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তার মা মাহফুজা খাতুনের সঙ্গে কিডনি মিললে কর্তব্যরত চিকিৎসক অপারেশনের তারিখ দেয়। তবে টাকার অভাবে যথাসময়ে অপারেশন করানো সম্ভব হচ্ছে না। অপারেশনের জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা।পারিবারিকভাবে এবং সহপাঠীদের সহযোগিতায় ১৫ লাখ টাকা সংগ্রহ করতে পারলেও এখনো প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন।
নয়নের বাবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার পক্ষে তাৎক্ষণিক ৩০ লাখ টাকা জোগাড় করা সম্ভব নয়। ফলে তিনি চাকরি ছেড়ে ছেলেকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার জন্য ঘুরে বেড়াচ্ছেন। তবে নয়নের সহপাঠী এবং চবির শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাসে এখনো স্বপ্ন দেখছেন নয়নের বাবা।
নয়নের বাবা আমজাদ হোসেন জানান, ‘নয়নের দুটি কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসায় বিষয়টি ধরা পড়ার পর থেকে নিজের কিছু টাকাসহ ১৫ লাখ টাকা পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি। কিন্তু সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরও ১৫ লাখ টাকা। তাই ছেলেকে বাঁচাতে সবার সহযোগীতা এবং দোয়া কামনা করেন তিনি ।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ : ০১৯৮৭৪৭৬২৪১,
ব্যাংক অ্যাকাউন্ট: ১০০১৫১৫৫৬ সোনালী ব্যাংক, মেহেরপুর।
নয়নের বাবার মোবাইল নম্বর : ০১৭৫৭৪০১৬২৩