০৫ জানুয়ারি ২০১৯, ২০:৩৭

বরিশালে সূর্যোদয় কোসিং সেন্টারের শীতবস্ত্র বিতরণ

শীত বস্ত্র বিতরণ করছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

শীতে ফুটুক না একটু অসহায়ের মুখে হাসি। এই হাসিকে ফোটাতে বরিশাল শহরের চৌমাথা সূর্যোদয় কোচিং সেন্টারের ২০১৯ সালের এইচএসসি শিক্ষার্থীদের সহযোগিতায় বরিশালের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সূর্যোদয় কোচিংয়ের ৩য় শাখার পরিচালক ও আইসিটি শিক্ষক গাজী হাদীউজ্জামান। তিনি বলেন, এই পৌষের হাড়ভাঙ্গা শীতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দেয়া আমাদের একান্ত কাম্য। কেউ  যেন শীতে কষ্ট না পায়। এই লক্ষ্য নিয়ে আমরা বরিশাল শহরের চৌমাথা, লঞ্চঘাট বিভিন্ন জায়গায় ৩৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

এছাড়াও উপস্থিত ছিলেন সূর্যোদয় কোচিংয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। এতে বিশেষভাবে সহযোগিতা করেছেন শিক্ষার্থী উর্মী, ইতি, উদয়, ইমরান। এভাবে মানবতা বেঁচে থাকুক। এভাবেই দেশ এগিয়ে যাবে সামনের দিকে।