২০ ডিসেম্বর ২০১৮, ২০:৪২

বাকৃবির শিক্ষার্থীদের উদ্যোগে সেইফ ব্রয়লার ফার্ম

  © টিডিসি ফটো

নিরাপদ ব্রয়লার উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯ জন তরুণ উদ্যোক্তা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে ‘সেইফ ব্রয়লার ফার্ম’ তৈরি করেছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ফার্মের উদ্বোধন করেন বাকৃবি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘উই হ্যাভ অ্যান আইডিয়া’ টিমের সভাপতি মাহাদী হাসান রাতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং বইলর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আছাদ এবং বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বাকৃবির এই তরুণ উদ্যোক্তারা “উই হ্যাভ অ্যান আইডিয়া” নামের একটি টিম গঠন করে। নিরাপদ ব্রয়লার উৎপাদনের লক্ষ্যে ২০১৬ সাল থেকে বাকৃবির “উই হ্যাভ অ্যান আইডিয়া” টিমের সদস্যরা নিরাপদ ব্রয়লার নিয়ে কাজ শুরু করে। তাদের উৎপাদিত এই নিরাপদ ব্রয়লার বাকৃবির কে. আর মর্কেট এবং মিন্টু কলেজের বিপরীত পাশে অবস্থিত শাখায় পাওয়া যাবে।