১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০০
বিজয় দিবসে চবিস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতির র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে র্যালি বের করেছে চবিস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি। রবিবার সকালে জিরো পয়েন্ট থেকে এ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন চবির প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: ফরিদ আহ্সান, প্রাণ রসায়ন ও অনুপ্রানবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু: গোলাম কবীর, চবিস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতির সভাপতি মোহা: শরীফ আলী, সাধারণ সম্পাদক মোহা: মোমিনুর রহমান মিলনসহ সমিতির অন্য সদস্যবৃন্দ।