নারীদের উন্নয়নে রাজশাহী আরো এগিয়ে যাবে : রাসিক মেয়র
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নারীদের উন্নয়নে রাজশাহী আরো এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। শনিবার দুপুরে রাজশাহী মিশন গার্লস স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীতে মেয়েদের সরকারি স্কুল আরো হওয়া দরকার। আসন্ন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে এখানে নতুন সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, চার্চ অব বাংলাদেশের মডারেটর স্যামুয়েল সুনীল মানখিন, মিশল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অলোকা হেমব্রম প্রমুখ।