০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫

স্কুলের সৃজনশীল প্রশ্নে কোটা আন্দোলনের নেত্রী লুমা

  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আলোচিত নাম ছিল লুৎফুর নাহার লুমা। আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়। আন্দোলনে এসে কারাবরণও করেন তিনি।

লুমা কোটা সংস্কার আন্দোলনে গড়ে উঠা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি ঢাকা জেলার একটি স্কুলের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার সৃজনশীল প্রশ্নে তার এ আন্দোলনের ব্যাপারে উঠে এসেছে। সেখানে লুৎফুর নাহার লুমাকে ছাত্র সমাজের ‘সিস্টার অফ বেঙ্গল’ হিসেবে তুলে ধরেছেন।

বাংলা প্রথম পত্রের প্রশ্নটা এমন-‘ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লুতফুন্নাহার লুমা। তিনি একজন সংগ্রামী চেতনাময়ী নারী। ২০১৮ সালের ছাত্র আন্দোলনে তার ভূমিকা ভুলার মত নয়। ছাত্র মুক্তির আন্দোলনে কারাবরণ করে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছাত্র সমাজের কাছে ‘সিস্টার অফ বেঙ্গল’ নামে পরিচিত।’

এ ব্যাপারে লুমা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মিশ্র অনুভূতি। প্রথমত ভাল লেগেছে। যদিও আমি তেমন কিছুই করতে পারিনি। সত্যি বলতে আমি অনুপ্রাণিত। তবে ভয়ে রয়েছে সেই শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে। জানি না এমন প্রশ্ন করায় তাদের আবার বিপদে পড়তে কিনা।

কোন স্কুলে এ প্রশ্ন করেছে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলের নামটা বলা ঠিক হবে না। স্কুলটি রাজধানীর বাহিরে তবে ঢাকা জেলায়।

এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লুৎফুর নাহার লুমার প্রসংশা করেছেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন লিখেছেন, কিছু ভালো লাগা, বলে বোঝানোর মত না। আজকের লুমার বিষয়টিও তেমনি।