০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৫২

পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি

  © সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও।  বৃহস্পতিবার পাঠাওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। 

পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।  পাঠাওয়ের সাথে মাশরাফি বিন মুর্তজার নতুন এই যাত্রা সমাজে ক্ষমতায়ন, জীবনযাত্রার রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।’

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমি অনেক দিন ধরে লক্ষ করছি, পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছে। দেশের বাইরেও পাঠাও তার সেবার ক্ষেত্র বিস্তৃত করেছে।