আবেদনের সময় শেষ হচ্ছে ২০ নভেম্বর
‘বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণ-২০১৯’ এ অংশগ্রহণের জন্য আবেদনপত্র পাঠানোর সময় শেষ হচ্ছে আগামী ২০ নভেম্বর। আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা culture@hcidhaka.gov.in।
ভারতীয় হাই কমিশনের ঢাকা কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। আবেদনের ক্ষেত্রে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। পেশাগত কাজ বা পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্যনীয় অর্জন, সহশিক্ষা কার্যক্রম ও ভিন্ন সংস্কৃতির প্রতি আগ্রহী, নেতৃত্ব ও যোগাযোগে দক্ষতাসম্পন্ন সম্ভাবনাময় বাংলাদেশী তরুণরা অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ভ্রমণের জন্য সুস্থ হতে হবে। থাকতে হবে বাংলাদেশি পাসপোর্ট। যাতায়াত, থাকা এবং খাবারের খচর বাদে সব খরচ অংশগ্রহণকারী তরুণকে বহন করতে হবে।
২০১২ সাল থেকে প্রতি বছর বাংলাদেশ থেকে ৫০ জন তরুণ ও ৫০ তরুণী সদস্য মিলে ১০০ সদস্য বিশিষ্ট যুব প্রতিনিধি দল ভারত সরকারের নিমন্ত্রণে এ ভ্রমণে যান। শিক্ষার্থী, চিকিৎসক, শিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, সমাজ কর্মীসহ বিভিন্ন অঙ্গনের তরুণরা এতে অংশ নেন।