আবার আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ইয়াং বাংলা তরুণদের অনুপ্রাণিত করতে দিচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮। ১৮ থেকে ৩৫ বয়সী বাংলাদেশি তরুণরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে youngbangla.org আবেদন করতে পারবেন।
২১ থেকে ২২অক্টোবর পর্যন্ত দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা ও ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য কমানোসহ বেশ কিছু বিভাগে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ইয়াং বাংলার জেলা সমন্বয়ক ফয়সাল কাসিম। এ উপলক্ষে চট্টগ্রামের চারটি উপজেলায় প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করছে ইয়াং বাংলা।
লিখিত বক্তব্যে তিনি জানান, সোমবার বাঁশখালী উপজেলায়, ১২ সেপ্টেম্বর রাউজান, ১৩ সেপ্টেম্বর পটিয়া, ১৪ সেপ্টেম্বর সীতাকুণ্ড উপজেলায় এবং ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ইয়াং বাংলা।
২০১৭ সালে দেশের ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার আবেদন জমা পড়েছিল এ অ্যাওয়ার্ডের জন্য। এর মধ্যে ১০০ প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। চূড়ান্ত পর্বে মনোনিত হয় ৫০টি। এরপর চূড়ান্ত পর্বে ১০টি সংগঠনকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুদ চৌধুরী, ইয়াং বাংলা জেলা সমন্বয়কারী রবিউল হক চৌধুরী, সৌমেন কানুনগো, ইয়াসিন ভূঁইয়া, মো. সাজ্জাদ, তারেক আজিজ, মিঠু চৌধুরী, অজয় শীল, আবদুল হাকিম মল্লিক প্রমুখ।