৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১৪

বুরকিনা ফাসোয় রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা ইব্রাহিম ত্রাওরোর

ইব্রাহিম ত্রাওরে  © সংগৃহীত

বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরোর সামরিক নেতৃত্বাধীন সরকার এক ডিক্রি জারির মাধ্যমে দেশটির সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করেছে। বৃহস্পতিবার দেশটির মন্ত্রী পরিষদ দলগুলো চিরতরে বিলুপ্ত করার এই ডিক্রিটি পাশ করে। খবর আল জাজিরা।

আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস)-এর সাথে সম্পৃক্ত বিদ্রোহ দমনে সরকারের লড়াই এবং ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান দমন-পীড়নের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুরকিনা ফাসোর স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জারবো বলেছেন, দেশটির বহুদলীয় ব্যবস্থায় কথিত ব্যাপক অপব্যবহার এবং অকার্যকারিতার পর এটি রাষ্ট্রকে ‘পুনর্গঠনের’ একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জারবো আরও বলেন, সরকারের একটি পর্যালোচনায় দেখা গেছে যে রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি বিভাজন তৈরি করেছে এবং সামাজিক সংহতিকে দুর্বল করেছে। এই ডিক্রি কার্যকর হওয়ার ফলে সমস্ত রাজনৈতিক দল ও রাজনৈতিক গঠন বিলুপ্ত হবে এবং তাদের সমস্ত সম্পদ এখন রাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য নির্ধারিত হয়েছে। 

উল্লেখ্য, অভ্যুত্থানের আগে দেশটিতে ১০০টিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক দল ছিল, যার মধ্যে ১৫টি দল ২০২০ সালের সাধারণ নির্বাচনের পর সংসদে প্রতিনিধিত্ব করেছিল। বর্তমানে দেশটি ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরোর নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যিনি ২০২২ সালের সেপ্টেম্বরে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এর আট মাস আগে আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরেকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

ক্ষমতা দখলের পর দেশটির সামরিক নেতারা প্রাক্তন ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং নিরাপত্তা সহায়তার জন্য রাশিয়ার দিকে ঝুঁকেছেন। ২০২৪ সালে ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়নের অংশ হিসেবে সরকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং হিউম্যান রাইটস ওয়াচ-এর ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশাধিকার স্থগিত করার নির্দেশ দেয়। 

পশ্চিমের দেশগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর বুরকিনা ফাসো প্রতিবেশী মালি এবং নাইজারের সাথে যুক্ত হয়, যেগুলো বর্তমানে সামরিক সরকার দ্বারা শাসিত হচ্ছে। দেশগুলো সম্মিলিতভাবে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ‘অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস’ (এইএস) গঠন করেছে।