২৯ জানুয়ারি ২০২৬, ১৬:২২

ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের

সোনার বার  © সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি এবং মার্কিন ডলারের দুর্বলতার প্রেক্ষাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এই পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,৫০০ ডলার ছাড়িয়ে যায়। এর মধ্য দিয়ে চলতি বছরের শুরু থেকে স্বর্ণের দামে ২০ শতাংশের বেশি বৃদ্ধির ধারা আরও শক্তিশালী হলো।

স্বর্ণের দামের এই উত্থান আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর। ওই বক্তব্যে তিনি বলেন, ইরানের দিকে একটি ‘বিশাল আর্মাডা’ পাঠানো হচ্ছে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বাহিনী ‘দ্রুততা ও সহিংসতার সঙ্গে’ পদক্ষেপ নিতে প্রস্তুত। অর্থনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অস্থিরতার সময়ে মূল্য ধরে রাখার সক্ষমতার কারণে স্বর্ণ ঐতিহাসিকভাবে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়েছে। ট্রাম্পের পুনরায় হোয়াইট হাউসে প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও প্রতিষ্ঠানগুলোতে তার ব্যাপক রদবদলের কারণে বছরটি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। সরকারি বন্ডের মতো অন্যান্য ঐতিহ্যবাহী ‘নিরাপদ বিনিয়োগ’ মাধ্যমের আকর্ষণ কমে যাওয়াও স্বর্ণের এই শক্তিশালী উত্থানে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রসহ উন্নত অর্থনীতিগুলোর বিপুল ঋণ নিয়ে উদ্বেগের কারণে এসব বন্ডে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে।

এদিকে বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজারগুলো লেনদেনের শুরুতে বেশিরভাগই নিম্নমুখী ছিল। তবে বিকেলের দিকে বাজার ঘুরে দাঁড়ায়। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ০.২ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় ০.০৭ শতাংশ ওপরে ছিল, আর চীনের সাংহাই শেয়ারবাজারের এসএসই কম্পোজিট সূচক বেড়েছে প্রায় ০.১ শতাংশ।

সংবাদসূত্র: আল জাজিরা